অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন
কিভাবে করবেন অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন
প্রতিবছর জানুয়ারি মাসে শুরুতেই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রক্রিয়া শুরু হয়। আগে প্রাথমিকে হাতে লিখে বদলির আবেদন করতে হলে সময়ের সাথে তাল মিলিয়ে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষক বদলি আবেদনেও এসেছে অনলাইন পদ্ধতি। সঠিকভাবে আবেদন করতে বেশ কিছু ধাপ ধরে এগুতে হয়।
অনলাইনে শিক্ষক বদলির খবর
আগামি ১ লা জানুযারি ২০২২ খ্রি. হতে শুরু হতে পারে ২০২২ সালের জন্য অনলাইন শিক্ষক বদলির আবেদন প্রক্রিয়া।
বদলী আবেদন কিভাবে করবেন তার জন্য কিছু নির্দেশনা অনুসরন করলেই হবে। সকলের সুবিধার জন্য তা তুলে ধরা হলোঃ
অনলাইন শিক্ষক বদলির আবেদন লিংকঃ http://180.211.137.57:8888/home
প্রথমেই আবেদনকারীকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। হোমপেজে থাকা “অনলাইন শিক্ষক বদলি” বাটনে ক্লিক করলে নতুন একটি পাতা আসবে। পরবর্তীতে সঠিক তথ্য দিয়ে ধাপে ধাপে কয়েকটি পেজ পূরণ করতে হবে।
প্রথম পেইজে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
সেখানে যা দেখতে পাবেনঃ
১। ব্যবহারকারীর ধরন: এখনে আপনাকে পদবী যেমনঃ সহকারী শিক্ষক/প্রধান শিক্ষক/সহকারী উপজেলা শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসার/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/বিভাগীয় উপপরিচালক/মহাপরিচালক করেতে হবে।
২) শিক্ষক পিন নম্বর (ই-প্রাইমারি থেকে প্রাপ্ত);
৩) মোবাইল নম্বর (ই-প্রাইমারি স্কুল সিস্টেমে ব্যবহৃত)
তথ্যগুলো সঠিকভাবে দিয়ে “লগইন করুন” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।
“লগইন করুন” বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে ‘ই-প্রাইমারি স্কুল সিস্টেম’-এ নিবন্ধিত শিক্ষকের তথ্য (শিক্ষকের নাম, স্থায়ী ঠিকানা, পদবি, যোগদানের তারিখ, বর্তমানে কর্মরত শিক্ষাপ্রতিষ্ঠানে বদলিতে আগমনের তারিখ, কর্মরত প্রতিষ্ঠানের অনুমোদিত পদের সংখ্যা, ছাত্র-ছাত্রীর সংখ্যা) দেখাবে। তথ্যগুলো সঠিক হলে পরবর্তী ধাপে যাওয়ার বাটনে ক্লিক করতে হবে (তথ্যের ভুল থাকলে ই-প্রাইমারি সিস্টেম হতে হালনাগাদ করে নিতে হবে)।
পরবর্তী পেইজে বদলির ধরন নির্ধারন করে দিতে হবে।
বদলিরর ধরণ :
- একই উপজেলা/থানা,
- আন্তঃ উপজেলা/থানায় বদলির আবেদন,
- আন্তঃ জেলা বদলির আবেদন,
- আন্তঃ বিভাগ বদলির আবেদন,
- সিটি কর্পোরেশন বদলির আবেদন।
বদলির ধরন মূলত কোথা হতপ কোথায় বদলিতে গমন করতে চান তা বোঝানো হয়েছে। এক্ষেত্রে একজন একই থানা/উপজেলা, আন্তঃথানা/উপজেলা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও সিটি কর্পোরেশন-এর এক স্কুল হতে অন্য স্কুলে বদলির আবেদন করতে পারবেন।
সর্বশেষ, বদলির ধরন নির্বাচন করতঃ আবেদন সাবমিট করলে আপনার প্রোফাইলে বদলির আবেদনটি দেখা যাবে। এছাড়া, মূলপাতায় যা যা দেখবেন সেগুলো হল :
- বদলির আবেদন,
- অসম্পূর্ণ আবেদনসমূহ
- জমাকৃত আবেদনসমূহ
অন্য পাতাশ বদলির আদেশগুলোর বিস্তারিত দেখা যাবে।
প্রাথমিক শিক্ষক বদলী ২০২২ সালের বদলী চালু হয়েছে কি? চালু হলে জানাবেন প্লিজ।