নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং একটি গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত যার মাধ্যমে একজন মুসলিমের আল্লাহর প্রতি আনুগত্যের বহির্প্রকাশ ঘটে। নামাজবিহীন আমল কোনো কাজে আসে না এবং নামাজ মানুষকে কাফের ও মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি করে। মৃত্যুর পর মহান আল্লাহ সুবহানাহু মানুষকে সর্বপ্রথম নামাজের জন্য জিজ্ঞেস করবেন। এই মর্মে বহু সহিহ হাদিস রয়েছে। আসুন জেনে নেয়া যাক আজকের পাঁচ ওয়াক্ত নামজাসহ সকল নফল নামজ, ইফতার, সেহরি এবং নামাজের নিষিদ্ধ সময়।
আজ ০৯ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ সোমবার। ২৩ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ২৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
আজকের তাহাজ্জুদের উত্তম সময় শুরু -০১:০০ এবং সাহরি ও তাহাজ্জুদ শেষ সময় ৪:৩৩।
আজকের ফজর নামাজের সময় শুরু হবে ৪:৩৯ এবং শেষ হবে ৫:৫২।
আজকের সূর্যোদয়ের সময় ৫:৫৩।
আজকের সকলের নামাজের নিষিদ্ধ সময় -৫:৫৩~৬:০৮
আজকের এশরাকের নামাজের সময় -৬:০৯~১১:৪০ (প্রথম দিকে পড়াই উত্তম)।
আজকের চাশতের সময় -০৭:০০~১১:৪০
আজকের নিষিদ্ধ সময় দুপুর -১১:৪১~১১:৪৭
আজকের যাওয়ালের নামাজের সময় -১১:৪৯~১২:১৯
আজকের যোহর শুরু -১১:৪৯/যোহর উত্তম শেষ -৩:০৭/যোহর শেষ -৩:৫৯
আজকের আছর শুরু -৩:০৯/আছর শেষ -৫:১৮ (শাফেয়ী)
আজকের আছর শুরু -৪:০১/আছর শেষ -৫:১৮
আজকের আছর মাকরূহ শুরু -৫:১৯/মাকরূহ শেষ -৫:৩২
নামাজের নিষিদ্ধ সময় আজকের সন্ধ্যায় -৫:৩৩~৫:৩৮
আজকের সূর্যাস্ত -৫:৩৮
আজকের ইফতারের সময় -৫:৪১
আজকের মাগরিব শুরু -৫:৪১/মাগরিব শেষ -৬:৫৩
আজকের মাগরিবের পরবর্তী নফল নামায-মাগরিব থেকে এশা পর্যন্ত(আওয়াবিন)
আজকের ইশা শুরু -৬:৫৫/ইশার উত্তম শেষ -৯:১৮/জায়েজ শেষ -১১:০৮
আজকের ইশা মাকরূহ শুরু -১১:০৯/মাকরূহ শেষ -৪:৩৩
বিঃদ্রঃ উক্ত সময় ঢাকা ও আশেপাশের এলাকার জন্য প্রযোজ্য। এর সাথে সময় যোগ করে যেসব জেলায় নামাজ পালন করতে হবে
■গাজীপুর,শরীয়তপুর,মাদারীপুর,বরিশাল,ঝালকাঠি,বরগুনা- ১ মিনিট
■টাঙ্গাইল,বাগেরহাট, জামালপুর,শেরপুর,মানিকগঞ্জ,ময়মনসিংহ- ২ মিনিট
■ফরিদপুর,গোপালগঞ্জ,সিরাজগঞ্জ,নড়াইল,খুলনা – ৩ মিনিট
■মাগুরা,রাজবাড়ি,পাবনা – ৪ মিনিট
■কুষ্টিয়া,যশোর,রংপুর, ঝিনাইদহ,সাতক্ষীরা- ৫ মিনিট
■নিলফামারী,চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম,গাইবান্ধা – ৬ মিনিট
■রাজশাহী,বগুড়া,মেহেরপুর, লালমনিরহাট – ৭ মিনিট
■চাপাইনবাবগঞ্জ,নওগা,নাটোর,জয়পুরহাট – ৮ মিনিট
■দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়- (সাহারী – ৬ মি & ইফতারি- ১১ মি)
অপরদিকে নিম্নোক্ত জেলাসমূহে ঢাকার সময় হতে বিয়োগ করে নামাজ পালন করতে হবে।
■নরসিংদী,নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ,চাঁদপুর – ১ মিনিট
■কিশোরগঞ্জ,পটুয়াখালি,ভোলা,লক্ষীপুর – ২ মিনিট
■নেত্রকোনা,কুমিল্লা,বিবাড়িয়া – ৩ মিনিট
■নোয়াখালী,ফেনী,সুনামগঞ্জ,হবিগঞ্জ – ৪ মিনিট
■ কক্সবাজার,সিলেট,মৌলভী বাজার – ৬ মিনিট
■ চট্টগ্রাম,খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবান – ৭ মিনিট
__________________________________________
(উপরোক্ত তথ্যাদি “ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ” এর নামায ও রোযার স্থায়ী সময়সূচী থেকে নেওয়া হয়েছে)
( নিষিদ্ধ সময়ে শুধুমাত্র নামায পড়া যাবে না এছাড়া সব ইবাদাত করা যাবে )
নারীরা আযানের জন্য অপেক্ষা না করে ওয়াক্ত শুরু হলেই নামায পড়তে পারবেন,পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব।
আসরের নামায হানাফী ওয়াক্তেই পড়বেন আর ব্যাস্ততার কারণে আসর কাযা হবার সম্ভাবনা থাকলে শাফেয়ী ওয়াক্তে পড়ে নিবেন তবে তা অভ্যাসে পরিনত করা উচিত হবেনা।
[বি: দ্র: ওয়াক্ত শুরুর সাথে সাথেই বা একবারে শেষে গিয়ে নামাজ আদায় করবেন না অথবা সাহরি খাবেন না,অধিক সতর্কতার জন্য শুরু এবং শেষে অন্ততপক্ষে ৩/৪ মিনিট সময় হাতে রাখবেন,কারন ঢাকার সাথে যোগ/বিয়োগ করার ফলে অন্যান্য জেলার সময় টা ২/৩ মিনিট তারতম্য হতে পারে]
Comments are closed, but trackbacks and pingbacks are open.