ADs BB
ADs BB

আস-সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তা সম্মাননা ২০২১

1 ১,৮৪৮

আস-সুন্নাহ ফাউন্ডেশন (উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে) বর্তমান সময়ের আলোচিত একটি অরাজনৈতিক ও অলাভজনক দ্বীনি শিক্ষামূলক প্রতিষ্ঠান যা সময়ের আলোচিত বক্তা জনাব আহমদউল্লাহ কর্তৃক পরিচালিত। জনপ্রিয় এই ধর্মীয় বক্তা সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেইজে নবীন উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া নিয়ে একটি পোস্ট করেন যার শিরোনাম ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তা সম্মাননা ২০২১’। উদ্যোক্তাদের সম্মাননা প্রদান প্রসঙ্গে তার পোস্টে লিখেন –

উদ্যোক্তা বলতে আমরা তাদেরকেই বুঝি, যারা নিজ উদ্ভাবনী শক্তি এবং শ্রম দিয়ে নিজের অবস্থার পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থারও পরিবর্তন ঘটায়। দেশ, সমাজ ও উম্মাহর অসংখ্য সমস্যার সমাধান উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের মাধ্যমেই আসবে বলে আমরা বিশ্বাস করি, হোক সেসব অলাভজনক সামাজিক উদ্যোগ কিংবা লাভজনক ব্যবসায়িক উদ্যোগ, ইন শা আল্লাহ।

আর তাই এই পরিবর্তনের কাণ্ডারিদের প্রচেষ্টা ও শ্রমকে সম্মানিত করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে ‘নবীন উদ্যোক্তা সম্মাননা-২০২১’।

*কী থাকছে নবীন উদ্যোক্তা সম্মাননা-২০২১ এ?*

✅ সেরা দশ উদ্যোক্তার প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে প্রাইজমানি।

✅ সেরা পঞ্চাশজন উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী কর্মশালা ও আনন্দভ্রমণ। বিচারক প্যানেল ও উপদেষ্টা প্যানেলে থাকা দেশবরেণ্য সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিবিড় সান্নিধ্য আর দেশসেরা উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং-এর সুযোগ।

✅ সম্মাননা সার্টিফিকেট, ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার হিসেবে অন্টরপ্রেনারশিপ সংক্রান্ত বই তো থাকছেই!

*আমরা ঠিক কাদেরকে খুঁজছি?*

✳️ যারা প্রচলিত সাধারণ ব্যবসা নয় বরং দেশ, সমাজ বা উম্মাহর কোনো সমস্যা সমাধানের লক্ষ্যকে সামনে রেখে লাভজনক ব্যবসায়িক কিংবা অলাভজনক সামাজিক যে কোনো ধরনের হালাল উদ্যোগ নিয়ে সামনে এগুচ্ছেন।

✳️ যারা নিজের উদ্যোগে ধর্মীয় অনুশাসন মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করেন।

✳️ যাদের উদ্যোগের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে।

✳️ যেসব উদ্যোক্তার বয়স অনূর্ধ্ব চল্লিশ বছর।

✳️ নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য।

উপরের বৈশিষ্ট্যগুলো ধারণ করেন এমন কোনো উদ্যোক্তা যদি আপনার পরিচিত থেকে থাকেন তাহলে নিচের মনোনয়ন ফর্ম পূরণ করে তাকে এই উদ্যোক্তা সম্মাননার জন্য মনোনয়ন দিন।

আর যদি আপনি নিজেই তেমন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে নিজের জন্যই ফর্মটি পূরণ করতে আমরা উৎসাহিত করছি।

*মনোনয়ন ফর্ম:* https://cutt.ly/gnpRMrN

*মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় ৪ জুন, ২০২১।*

মনোনয়নকারী, মনোনীত উদ্যোক্তাসহ আগ্রহী সবাইকে *আস-সুন্নাহ উদ্যোক্তা নেটওয়ার্ক* গ্রুপে জয়েন করবার অনুরোধ রইলো। *নবীন উদ্যোক্তা সম্মাননা-২০২১ সংক্রান্ত পরবর্তী ঘোষণাসমূহ এই গ্রুপের মাধ্যমে প্রদান করা হবে।*

গ্রুপের লিংক- https://cutt.ly/WnpTw7t

*বিচারক প্যানেলে কারা থাকছেন?*

🔸 শায়খ আহমাদউল্লাহ, চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন।
🔸 প্রফেসর মোখতার আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
🔸 মুফতি সাইফুল ইসলাম, খতীব, মসজিদুত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি। চেয়ারম্যান, রাহবার মাল্টিমিডিয়া।
🔸 মাহমুদুল হাসান সোহাগ, চেয়ারম্যান, অন্যরকম গ্রুপ।
🔸 শরীফ আবু হায়াত অপু, চিফ মার্কেটিং অফিসার, সরোবর।
🔸 নিজাম উদ্দিন, সিইও, উইডেভস।
🔸 ইউসুফ সুলতান, কো-ফাউন্ডার, আই এফ এ কনসাল্টেন্সি।
🔸 হাবিবুল মুস্তফা আরমান, সিইও, খাসফুড।
🔸 ইয়াহিয়া আমীন, চেয়ারম্যান, লাইফস্প্রিং।

*পুরো আয়োজনের উপদেষ্টা হিসেবে থাকছেন-*

🔹 ড. গিয়াসউদ্দীন তালুকদার, চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর অল ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ।
🔹 শেখ জামিল উদ্দিন, ডিরেক্টর, আকিজ ফ্যামিলি।
🔹 সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
🔹 নিয়াজ রহিম, চেয়ারম্যান, রহিমআফরোজ গ্রুপ।
🔹 আবদুল ফাত্তাহ, চেয়ারম্যান, গ্লোবাল ব্র্যান্ড।

 

 

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, দওয়াহ ও মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজে সহযোগী এক প্রতিষ্ঠান। মহান আল্লহ ও তাঁর রাসুল স. এর অনুকরণীয় বিভিন্ন বিষয়ে মানুষকে অবগত করার প্রয়াসে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে ভুমিকা রাখে।

মন্তব্য করুন

Your email address will not be published.