এফসিপিএস পার্ট-২ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এ শিশু, সার্জারি, মেডিসিন ও অবস এন্ড গাইনিতে এফসিপিএস পার্ট-২ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ঢামেক-এর নির্ধারিত ফরমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জুলাই-২০২১ সেশনের জন্য আগামী ২৫ মে ২০২১ এর মধ্যে আবেদন করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তির নিয়মসহ আবেদনের বিস্তারিত বলা হশেছে। উল্লেখ্য, অসম্পূর্ণ বা তথ্যগত ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এ এফসিপিএস পার্ট-২ কোর্সে আবেদনের নিয়মাবলি বা ভর্তির শর্তাবলীঃ
- এফসিপিএস পার্ট-২ (শিশু, সার্জারি, মেডিসিন ও অবস এন্ড গাইনি) কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বিসিপিএস কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে তিন বছরের আবাসিক প্রশিক্ষণ থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ২৫ মে’র মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করতঃ আবেদন করতে হবে।
- এফসিপিএস পার্ট-২ ভর্তি পরীক্ষা (লিখিত) ৩০ মে ২০২১ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
- আবেদনকারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে।
আবেদনকারী কর্তৃক ফরমের সাথে সেসব নথিপত্র সংযুক্ত করতে হবেঃ
- প্রার্থীর আবাসিক প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি।
- প্রার্থীর এফসিপিএস পার্ট ওয়ান পাশের সনদের সত্যায়িত ফটোকপি।
- প্রার্থীর ইন্টার্নশিপ সনদের সত্যায়িত ফটোকপি।
- বিএমডিসি নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
- পূর্বে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকলে উক্ত যোগদানের কপি।
- প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- যোগাযোগের নম্বর।
- এছাড়া, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে এইচআরএম বায়ো শর্ট।
- প্রার্থীর এসএসসি ও এমবিবিএস পাশের সনদের সত্যায়িত কপি।