এলবিডব্লিউ রিভিউয়ের নতুন নিয়ম
ক্রিকেট খেলার এলবিডব্লিউ রিভিউয়ের নতুন নিয়ম চালু করলো ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকায় আম্পায়ারগণ অনেক সময়ই খেলার সুক্ষ বিষয়গুলো লক্ষ্য রাখতে ব্যর্থ হন। ক্রিকেটের এহেন কিছু সুক্ষ বিষয় যা একটি দলের ফল বিপর্যয়ের মত ঘটনার কারণও হতে পারে। এমন পরিস্থিতির মুক্তি দিতেই আইসিসির নতুন উদ্ভাবন হলো ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ বা ডিআরএস।
‘ডিসিশন রিভিউ সিস্টেম’ বা ডিআরএস নিয়ে আইসিসির বর্ণনা হলো, এখন বোলিং দল কিংবা ব্যাটিং দল যে-কেউ চাইলেই আম্পায়ার কর্তৃক দেয়া সিদ্ধান্ত বা ডিসিশন-এ রিভিউ বা আপিল করতে পরবে।
এদিকে এলবিডব্লিউ রিভিউয়ের নতুন আম্পায়ার কল ‘নট আউট’-এ রিভিউ নিলে যদি দেখা যায় যে বল বেলে উপরের দিকে বা নিচের দিকে অর্থাৎ বল বেলসের কিছু অংশ পেলেই ব্যাটসম্যান আউট বলে বিবেচিত হবেন।
আগে যা ‘আম্পায়ার কল’ হিসেবে দেখিয়ে পার পেতেন ব্যাটসম্যানগণ। অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি এই সিদ্ধান্তসহ আরও বেশ কিছু নতুন নিয়মের সুচনা ঘটান। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত বৃহস্পতিবার সম্প্রতি গৃহীত এমন সিদ্ধান্তগুলোর কথা জানান।
উল্লেখ্য, বোলিং দল কর্তৃক এমন রিভিউ নেওয়ার পূর্বে ব্যাটসম্যানের ব্যাটে বল লাগছে কিনস এবং ব্যাসম্যানগণ রান নেওয়ার জন্য ঠিকমত দৌড়েছিল কিনা তাও জেনে নেয়া যাবে।
এছাড়া বলে লালার ব্যবহার ও স্থানীয় আম্পায়ার নিয়োগ দেওয়ার পূর্বে নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।
Comments are closed.