কিউকমের সাথে রানারের চুক্তি
দেশের অন্যতম সেরা ই-কমার্স সাইট কিউকম ডট কমের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের প্রথম সারির অটোমোবাইল (মোটরসাইকেল উৎপাদনকারী) প্রতিষ্ঠান রানারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে কিউকম ডটকমের প্রধান কার্যালয়ে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যৌথ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দুটি বিষয়টি নিশ্চিত করেছে।
এই প্রেক্ষিতে অটোমোবাইলস কোম্পানি রানারের কর্তা ব্যক্তিরা জানান, বিশ্বখ্যাত স্পোর্টস বাইক কেটিএম আরসি ১২৫ সিসি (KTM RC 125 cc) ও এপ্রিলা জিপিআর ১৫০ সিসি (Aprilla GPR 150 cc) মডেলের দুটি মটরসাইকেল বাংলাদেশি ক্রেতাদের উন্মুক্ত করা হয়েছে। দেশের ক্রেতারা মডেল দুটো শুধুমাত্র কিউকম ডটকমক হতে অর্ডার করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া জানান, আমরা আমাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন সেবা নিয়ে আসার ধারাবাহিকতায় রানার অটোমোবাইলসের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা গ্রাহকের স্বার্থের দিকটি বিবেচনা করে ছাড় ও নতুন নতুন পণ্যে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।