ADs BB
ADs BB

কোয়ার্টার ফাইনাল খেলার সময়সূচি বিশ্বকাপ ২০২২ বাংলাদেশ সময় অনুযায়ী ফিকশ্চার ডাউনলোড পিডিএফ

১,১০০

দেখতে দেখতে চলে এলো ফিফা ২০২২ সালের কাতার বিশ্বকাপ এর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্বের খেলা। বাছাই পর্ব শেষে মহা আয়োজনে উদযাপিত হয়েছে ফুটবল দুনিয়ায় এই বড় আয়োজন। ৩২ দলের মধ্যে চলে গ্রুপ পর্বের খেলা যেখানে পয়েন্ট টেবিল হিসেব করে ১৬ দল সুযোগ পায় নকআউট স্টেজে খেলা বা মূল দলে লড়াইয়ের সুযোগ। ১৬ দল প্রতিটি মাত্র একটি করে ম্যাচে নিজেদের ভাগ্য গণনার সুযোগপ্রাপ্ত হয়ে ফিফার ২০২২ সালের কাতার অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল- এ উন্নিত হয়। ফিফার ঘোষিত বিশ্বকাপ ফুটবল ২০২২ ফিকশ্চার অনুযায়ী কোয়ার্টার ফাইনাল ৯ ও ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ও ১টায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ ২০২২ সময়সূচি কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ সময় ডাউনলোড পিডিএফ

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায় নেদারল্যান্ডস,  আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া, ব্রাজিল ও পর্তুগাল।

কোয়ার্টার ফাইনাল বিশ্বকাপ ২০২২ এ খেলার সুযোগের প্রতিযোগিতায় নকআউট পর্বে ৩ ডিসেম্বর নেদারল্যান্ডস মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের যেখানে নেদারল্যান্ডস ৩-১ গোলে জয়লাভ করে। একই দিন অপর এক ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে।

৪ ডিসেম্বর ২০২২ ইংল্যান্ড চেন্নাই এর বিপক্ষে খেলে ৩-০ গোলে জয়লাভ করে এবং একইদিন ফ্রান্স পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ৩-১ গোলে ফ্রান্স জয় লাভ করে।

৫ ডিসেম্বর ২০২২ তারিখে দুটি ম্যাচের একটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে জাপান জয় পায় এবং অন্য ম্যাচে ব্রাজিল সাউথ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়লাভ করে।

৬ ডিসেম্বর ২০২২ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে মরক্কোর বিপক্ষে স্পেন এবং পর্তুগালের বিপক্ষে সুইজারল্যান্ড খেলায় অংশ নিয়ে মরক্কো ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।

ফিফা ফিকশ্চার ২০২২ বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার ফাইনাল খেলার সময়সূচি বাংলাদেশ সময় ডাউনলোড পিডিএফ

নকআউট পর্বের খেলার ফলাফল বিবেচনায় ৯ ডিসেম্বর ২০২২ তারিখে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ১ টায় নেদারল্যান্ডস আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে এবং একই দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়ার।

অপরদিকে, ১০ ডিসেম্বর শনিবার কোয়ার্টার ফাইনাল খেলতে রাত ৯টায় মাঠে নামবে পর্তুগালের বিপক্ষে মরক্কো এবং রাত ১টায় ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ড।

ফিফা ফিকশ্চার ২০২২ বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার ফাইনাল খেলার সময়সূচি বাংলাদেশ সময় ডাউনলোড পিডিএফ

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া দলগুলোর হেড টু হেড পরিসংখ্যান

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড পরিসংখ্যান

কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম খেলায় ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু  হেড পরিসংখ্যান খুবই সংক্ষিপ্ত। ২০০৫, ২০০৬, ২০১৪ ও ২০১৮ সালে মাত্র চারটি ম্যাচে মুখোমুখি হতে দেখা যায় দল দুটোকে যার তিনটিতে ১-০, ৩-১ ও ২-০ গোলে ব্রাজিল জয় পায়। অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র করে।

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। খেলার পরিসংখ্যান থেকে দেখা যায় যে, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বমোট ৯ টি ম্যাচে মুখোমুখি বা হেড টু হেড প্রতিদ্বন্দ্বীতার সুযোগ পায় যার দুটি ম্যাচ ১৯৭৪ সালে এবং একটি করে ১৯৭৮, ১৯৭৯, ১৯৯৮, ১৯৯৯, ২০০৩, ২০০৬ ও ২০১৪ সালে অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ হিসেবে ৯টি ম্যাচের ৪ টিতে নেদারল্যান্ডস জয়লাভ করে এবং ৩টিতে পরাজিত হয়। বাকি ম্যাচ দুটোর একটা ১-১ ও অন্যটি ০-০ গোলে ড্র হয়। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান অনুযায়ী নেদারল্যান্ডস এগিয়ে রয়েছে।

ফ্রান্স বনাম ইংল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান

ইউরোপের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে ফ্রান্স ও ইংল্যান্ডের রয়েছে বিশাল ইতিহাস। ১৯২৩ সাল হতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এই দল দুটোর খেলার পরিসংখ্যান থেকে দেখা যায় ৩১ টি ম্যাচে হেড টু হেড খেলায় মেতেছিল। এর মধ্যে ইংল্যান্ড ১৭ টি ম্যাচে জয়লাভ করে এবং মাত্র ৯টি ম্যাচে পরাজিত হয়। বাকি ৫ টিতে ড্র কর দল দুটো।

মরক্কো বনাম পর্তুগাল হেড টু হেড পরিসংখ্যান

পর্তুগাল ও মরক্কো দল দুটোরও রয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলার ইতিহাস খুবই স্বল্প। বিশ্বকাপ ফুটবলের দুটি আসরে ১৯৮৬ ও ২০১৮ সালে প্রতিপক্ষ হয়ে মাঠে নামে। দুটো ম্যাচের মধ্যে মরক্কো একটিতে আর পর্তুগাল ১ টিতে জয়লাভ করে। প্রতিপক্ষ হিসেবে দল দুটোর অমীমাংসিত কোনে ম্যাচ নেই।

বিশ্বকাপ ফুটবল ২০২২ সেমিফাইনাল সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী ফিকশ্চার ডাইনলোড পিডিএফ

বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার ফাইনালে আট দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষ চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে যা ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ সময় রাত ১টা যথাক্রমে লুসাইল ও আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর শুরু হয় গ্রুপ পর্বের খেলায় গ্রুপ এ হতে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস ও সেনেগাল; গ্রুপ বি হতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য; গ্রুপ সি হতে আর্জেন্টিনা ও পোল্যান্ড; গ্রুপ ডি হতে ফ্রান্স ও অস্ট্রেলিয়া; গ্রুপ ই হতে স্পেন ও জাপান; গ্রুপ এফ হতে মরোক্কো ও ক্রোয়েশিয়া; গ্রুপ জি হতে ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং গ্রুপ এইচ হতে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া নকআউট স্টেজে খেলার সুযোগ পায়।

ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ওয়ার্ল্ড কাপ 2022, ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সময়সূচী, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ টেবিল 2022, ফিফা ওয়ার্ল্ড কাপ র‌্যাঙ্কিং 2022,2022 ফিফা ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডিং, রাউন্ড অফ 16 ওয়ার্ল্ড কাপ 2022, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 রাউন্ড অফ 16 টিম, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 পয়েন্ট টেবিল,ফিফা ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডিং,2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ 2022 গ্রুপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 স্ট্যান্ডিং, ফিফা ওয়ার্ল্ড কাপের সময়সূচী, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 রাউন্ড অফ 16, বিশ্ব কাপ কাতার

ফুটবল বিশ্বকাপ 2022 সময়সূচি

বিশ্বকাপের সময়সূচি

কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ

বিশ্বকাপ ফুটবল ২০২১ সময়সূচী

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ

ফুটবল বিশ্বকাপ ২০২২ রেংকিং

Comments are closed, but trackbacks and pingbacks are open.