চিকিৎসকদের জন্য ফ্রি ইন্টারনেট অফার
বর্তমান পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধা খ্যাত চিকিৎসকদের জন্য মোবাইল সেবা প্রদানকারী দেশের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান রবি এয়ারটেল নিয়ে এল ফ্রি মোবাইল ডাটা বা ইন্টারনেট অফার। রবির বিজ্ঞাপন হতে জানা যায়, আফার চলাকালীন ৬ মাস চিকিৎসকদের সম্মানে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) নিবন্ধিত চিকিৎসকদের ৩৩ জিবি মোবাইল ডাটা বিনামূল্যে দেওয়া হবে।
বর্তমানে রবি ও এয়ারটেল সংযোগ ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে এবং অন্য অপারেটর ব্যবহারকারীগণ নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার মাধ্যমে কিংবা অফারের আওতায় থাকা কেউ রবি বা এয়ারটেলের নতুন সংযোগ কিনলে এই ফ্রি ইন্টারনেট অফার সুবিধা ভোগ করতে পারবেন।
বিনামূল্যে ৩৩ জিবি ইন্টারনেট সুবিধা’র এই অফারটি ভোগ করতে হলে ইউএসএসডি কোড *২১২*৯০০০# ডায়াল করতে হবে, তবে তার পূর্বে অপারেটর কর্তৃক নির্বাচিত হয়েছে বা যোগ্য ক্ষুদে বার্তা বা মেসেজ পেতে হবে।
একইসাথে, অন্য অপারেটর ব্যবহারকারী অথবা নতুন সংযোগ নিতে ইচ্ছুক স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) নিবন্ধিত চিকিৎসকগণ রবি এয়ারটেল গ্রাহক সেবা নম্বর ০১৮১৯৪০০৪০০-এ ফোন করলে প্রতিষ্ঠানটি তাঁর সুবিধাজনক জায়গায় সিম পৌঁছে দিবে।