ADs BB
ADs BB

ডিটিসিএ নিয়োগ ২০২১

0 ১,০৮২

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রবালয়ের অধস্তন বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক এর একটি সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা তিটিসিএ-তে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ টি পদে বেশকিছু জনবলের নিয়োগ দেবে সংস্থাটি যাতে আবেদন করা যাবে ৫ মে ২০২১ হতে।

প্রকাশিত বিজ্ঞাপন হতে জানা যায়, পার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক মারফত অনলাইনে আবেদন করতে হবে। ডিটিসিএ নিয়োগ বিজ্ঞপ্তি www.dtca.gov.bd www.rthd.gov.bd ও https://dtca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া ৫ মে ২০২১ থেকে শুরু হয়ে চলবে ৭ জুন ২০২১ পর্যন্ত।

নিয়োগের আবেদন করতে পার্থীকে ডিটিসিএ নিয়োগ আবেদন লিঙ্ক https://dtca.teletalk.com.bd -এ গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরম পূরণ করতঃ ১০০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটক মেবাইলের মাধ্যমে এসএমএস করে ফি বাবদ জমা করতে হবে।

একজন পার্থী একটিমাত্র পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

চাকরিরত পার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সম্মতিসূচক পত্র দেখাতে হবে।

শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণী আবেদনের অযোগ্য হবে এবং ফলাফল জিপিএ/সিজিপিএ’র ক্ষেত্রে ৪/৫ এর জন্য ২.৫/৩ হতে হবে।

আবেদনের বয়সসীমা গণনার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদের তারিখের সাথে আবেদনের শেষ তারিখ হিসেব করতে হবে।

জমা পড়া আবেদন যাচাই বাছাই শেষে শুধু নির্বাচিত পার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান মোবাইলে এসএমএস মারফত জানিয়ে দেওয়া হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য পার্থীকে কোন ভাতা বা টিএ/ডিএ প্রদান করা হবে না।

শিক্ষাগত যোগ্যতাঃ পদ ভেদে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.