ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিভিন্ন অনুষদের অধিভুক্ত বিষয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডুয়েটে ভর্তির যোগ্যতা ২০২১, আবেদনের যোগ্যতা, অনুষদভুক্ত বিষয়ের তালিকা, আবেদন ফি ও অনলাইনে আবেদনের নিয়মসহ নির্দেশনাবলী প্রকাশ করা হয়। প্রকাশিত ভর্তির বিজ্ঞাপন অনুযায়ী আবেদন প্রক্রিয়া ২ মে ২০২১ হতে শুরু হয়েছে যা চলবে ২০ জুন ২০২১ বিকেলে চারটা পর্যন্ত।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডুয়েটে আবেদনের সাধারণ যোগ্যতা
- প্রথমত আবেদনকারীকে একজন বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারী বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/কারিগরি/মাদ্রাসা) হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর বা জিপিএ এর মধ্যে ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচারে কমপক্ষে ৬০% নম্বর বা সিজিপিএ ৪ এর মধ্যে ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষায় ২০১৯ বা তার পরবর্তী সময়ে পাশ করতে হবে। তবে, সরকারি, আধাসরকারী বা সায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠানে শিক্ষকতায় রয়েছেন এমন প্রার্থীদের ক্ষেত্রে বয়স বা পাশের সন শিথিল যোগ্য।
- একজন আবেদনকারীর সর্বোচ্চ দুটি বিষয় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে উভয় বিষয়ের জন্য আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে। তবে পরীক্ষার ক্ষেত্রে (সময়সূচী একই হলে) যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।
- চাকরিরত প্রার্থীদের যথাযথা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- বিদেশী কোন আবেদনকারীর আবেদন করতে হলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে www.duetbd.org তে উল্লেখ করা নির্দেশনা মতো আবেদন করতে হবে। বিদেশি আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন আবেদন প্রযোজ্য নয়।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীদের তাঁদের পছন্দের বিভাগে ভর্তিতে আবেদনের জন্য নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবেঃ
- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ: সিভিল, সার্ভেয়িং, এনভায়রনমেন্টাল, সিভিল (উড স্পেশালাইজেশন) এবং কনস্ট্রাকশন টেকনোলজিতে ডিপ্লোমা।
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রো মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা।
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: মেকানিক্যাল, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকাট্রনিকস, শিপ বিল্ডিং, মেরিন এবং মাইনিং ও মাইন সার্ভে টেকনোলজিতে ডিপ্লোমা।
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার, ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিকস ডিজাইন ও প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা।
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং: টেক্সটাইল, জুট ও গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে ডিপ্লোমা।
- আর্কিটেকচার: আর্কিটেকচার ও আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা।
- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, অটোমোবাইল, মেকাট্রনিকস, টেকনোলজিতে ডিপ্লোমা।
ডুয়েটে ভর্তি পরীক্ষা
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হতে হবে।
ডুয়েটে আবেদনের নিয়ম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রথম বর্ষে ভর্তির আবেদন ডুয়েটের এডমিশন ওয়েবসাইট www.admission.duetbd.org তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবত ৯৮০ টাকা মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম ‘নগদ’ বা ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে।