ADs BB
ADs BB

ডোনাল্ড ট্রাম্পের ‘কমিউনিকেশন’ ওয়েবসাইট চালু

0 ১,৪১৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব চলাকালীন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ও ইউটিউবে তার নামে নিবন্ধিত ও পরিচালিত একাউন্টগুলো হারান। মূলতঃ উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষিতে প্রথমে ব্লক ও পরবর্তীতে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেয় এসব যোগাযোগ মাধ্যমের ব্যবস্থাপনা। রাগ ও ক্ষোভে নিজেই এমন সামাজিক যোগাযোগমাধ্যম খোলার ঘোষণা দেন।

সম্প্রতি, মার্কিন মুলুকের একসময়ের অধিপতি ডোনাল্ড ট্রাম্প তার দাপ্তরিক ও ব্যক্তিগত বিষয় প্রচারে নতুন ওয়েবসাইট ”কমিউনিকেশন” চালু করল। যদিও মার্চে দেওয়া ঘোষণা মোতাবেক সেই সোশ্যাল মিডিয়া নিয়ে পরবর্তীতে অগ্রগতি জানাবেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী।

ডোনাল্ড ট্রাম্প: স্বাধীনভাবে কথা বলার জন্য নতুন ‘কমিউনিকেশন’ ওয়েবসাইট চালু

কমিউনিকেশন নামের ওয়েবসাইটে তার দাপ্তরিক সকল সংবাদ ও কাজের তথ্যাবলী সরাসরি প্রকাশ করা হবে। প্রকাশিত এসব তথ্য ব্যবহারকারীগণ সরাসরি ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারবেন।

উল্লেখ্য, টুইটারে ডোনাল্ড ট্রাম্পের প্রায় ৯ মিলিয়ন অনুসারী ছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.