ADs BB
ADs BB

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা

৮২৬

শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়। প্রকাশিত শিক্ষা মন্ত্রনালয়ের নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনাটি চলমান ২০২৪ শিক্ষাবর্ষ হতে অনুসরণ করতে হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

নতুন নির্দেশনা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স হতে হবে ৬ বছর কিংবা তার বেশি।

২০২৪ শিক্ষাবর্ষের জন্য দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করতে হবে। নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে ও আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। একজন শিক্ষার্থী প্রতি ক্লাস্টারের একই আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে ধরে নেওয়া হবে।

শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.