বিকাশ বাংলাদেশের প্রথম মোবাইল ফাইন্যান্স সার্ভিস প্রোভাইডার। বিকাশ এ্যাড মানি অফার সহ বিভিন্ন উপলক্ষে ও কেনাকাটায় গ্রাহকদের জন্য নিত্য নতুন অফার দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় নভেম্বর ২০২৩ এর ৭ তারিখ হতে শুরু করা হয়েছে নতুন একটি ক্যাম্পেইন যার নাম দেওয়া হয়েছে বিকাশ গুড মর্নিং অফার। ক্যাম্পেইনটি চলাকালীন একজন গ্রাহক প্রতিদিন একবার করে অ্যাড মানির মাধ্যমে সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এজন্য গ্রাহকে প্রতিদিন সকাল ছয়টা হতে নয়টার মধ্যে ৩৫০০ টাকা অ্যাড মানি করতে হব। নির্দিষ্ট শর্তসমূহ পুরান সাপেক্ষে গ্রাহক তার একাউন্টে বিকাশ অ্যাড মানি অফার এর পুরস্কার হিসেবে উক্ত টাকা ক্যাশ ব্যাক পাবেন।
সকাল সকাল যদি উপহার মেলে, তবে দিনটাও শুভ হয়! আপনাকে সেই উপহারই দিতে বিকাশ এর অ্যাড মানি অফার! প্রতিদিন সকাল ৬টা-৯টা কার্ড থেকে বিকাশ-এ সুপার স্পিডে ৩,৫০০ টাকা আনলেই ৩৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!
বিকাশ এ্যাড মানি অফার এর মেয়াদ
৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৩, প্রতিদিন সকাল ৬:০০টা থেকে সকাল ৮:৫৯টা পর্যন্ত
বিকাশ এ্যাড মানি অফার -এর বিস্তারিত
- গ্রাহকেরা কার্ড থেকে ৩,৫০০টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ৩৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
- অফার চলাকালে প্রতিদিন সকাল ৬:০০ থেকে সকাল ৮:৫৯টা পর্যন্ত অ্যাড মানি করলে ক্যাশব্যাক উপভোগ করা যাবে
- অফার চলাকালে গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন
- কার্ড থেকে অ্যাড মানি’র ক্ষেত্রে ক্যাশব্যাক প্রযোজ্য
- যে একাউন্টে অ্যাড মানি করা হবে, সেই একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে
বিকাশ এ্যাড মানি অফার এর শর্তাবলি
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে অ্যাড মানি করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
- ক্যাশব্যাক উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেননা।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে বিকাশ অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। এতেও সফল না হলে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য আর বিবেচিত হবেননা।
- ক্যাশব্যাক পেতে হলে গ্রাহককে অফার চলাকালে কার্ড থেকে বিকাশ-এ সফলভাবে অ্যাড মানি করতে হবে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- অজানা যেকোনো কারণে ক্যাশব্যাক পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পরিশষে
বাংলাদেশে বিকাশের একযুগবিকাশের একযুগ পার করে বন্ধর পথ পড়ি দিয়ে মন্থর এক অবস্থানে মোবাইল ফাইন্যান্স সার্ভিসকে নিয়ে গিয়েছে অনন্য এক উচ্চতায়। যার হাত ধরে বাংলাদেশ আজকে ভাবতে শুরু করেছে ডিজিটাল বাংকিং ব্যবস্থা এবং ব্যাংকিং সেবার অনন্য এক স্বাদ। বিকাশ তার সেবা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের জন্য কেনাকাটায়ও দিচ্ছে ক্যাশব্যাক সুবিধা। বজরজুড়ে পেমেন্ট ক্যাশব্যাক অফারের সাথে থাকছে বাংলাদেশের সেরা অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকমে ফ্রি বাজার করার সুবিধা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.