ADs BB
ADs BB

ব্রাজিলের পরবর্তী ম্যাচ কত তারিখে

ব্রাজিলের পরবর্তী ম্যাচ শিডিউল ২০২১ ও ২০২২

0 ৫,১০৯

দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা ফুটবল বলতেই বুঝি ব্রাজিল অথবা আর্জেন্টিনা। ফুটবল বলতেই বাংলাদেশের মানুষগুলো যেন প্রিয় এই দল দুটোর খেলাই বুঝে। প্রিয় দল ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা মানেই আবেগ। ব্রাজিলের পরবর্তী খেলা কবে কিংবা আর্জেন্টিনা খেলা মানেই বাঙ্গালী ফুটবলপ্রেমী সমর্থক যেন পাগলপারা, কখন কোথায় কে কার সাথে মুখোমুখি হচ্ছে সে খবরের লোভে। এর মাঝে ব্রাজিল বনাম আর্জেন্টিনা হেড টু হেড খেলা হলে তো কথাই নেই। উৎসবের আমেজ বিরাজমান থাকে দেশজুড়ে, সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এই দুই দল সমর্থিত ফেসবুক পেইজে বা গ্রুপগুলো।

ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার পরাজয়গুলো আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের পরাজয়গুলো…  যে যার সমর্থনে তর্ক চালিয়ে যেতে থাকে।

ফুটবল খেলার সময়সূচি ও ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ বাংলাদেশ সময় অনুযায়ী সময়সূচী

সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকা আসরের ফাইনাল ম্যাচে ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলাটি তাই প্রমান করলো যা গত ১১ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিত হলো। এছাড়া, ব্রাজিল ফুটবল টিমের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোর শিডিউল যেখানে আগামী ৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে ফুটবল বিশ্বকাপ এর কোয়ালিফাইং স্কোয়াডের খেলায় চিলির বিপক্ষে দেখা যাবে ব্রাজিলকে।

৮ সেপ্টেম্বরে একই আসরের অন্য এক ম্যাচ খেলতে পেরুর বিপক্ষে মাঠে নামবে হলুদ জার্সির দল ব্রাজিল।

অক্টোবর মাসের ৮ তারিখে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৩ তারিখে খেলবে উরুগুয়ের সাথে।

নভেম্বরের রয়েছে দুটো ম্যাচ যার প্রথমটি অনুষ্ঠিত হবে কলম্বিয়া সাথে এবং পরের ম্যাচটি হবে আর্জেন্টিনার বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৬ তারিখ।

ডিসেম্বর ২০২১ কোনো আন্তর্জাতিক ম্যাচে দলটি কোনো খেলায় অংশ নিচ্ছে না। তবে, নতুন বছর ২০২২ সালের জানুয়ারির ২৮ তারিখ একই আসরের একটি ম্যাচে ব্রাজিল বনাম ইকুয়েডর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ২০২২ পেরাগুয়ে বমাম ব্রাজিল খেলবে।

ফিফা বিশ্বকাপ ২০২২ কাতার আসরের পূর্বে মার্চের ২৫ ও ৩০ তারিখ ব্রজিল বনাম চিলি ও বলিভিয়ার খেলা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.