ADs BB
ADs BB

সবার জন্য কোরবানি ২০২১

0 ১,৪৬৪

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বিগত বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে ‘সবার জন্য কোরবানি ২০২১’। মূলত যারা কোনো কারণে নিজেই নিজের কোরবানি ২০২১ করতে সক্ষম হচ্ছেন না কিংবা নিজে করা কোরবানির পাশাপাশি আরও কোরবানি করতে চাচ্ছেন যা কোনো গরীব দুঃখী বা দুস্থদের মাঝে বিতরণ করতে চাচ্ছেন তাদের জন্য হয়ে কোরবানি করে দিবেন সামাজিক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। স্বচ্ছল মানুষ যারা সক্ষমতা রাখেন এক বা একাধিক কোরবানির, এমন মানুষের কোরবানির মাংস পৌঁছে দেওয়া হবে যারা অভাবী কিংবা সক্ষমতা রাখেন না কোরবানি করার।

সচ্ছলদের পক্ষ হতে করা এসব কুরবানী বাংলাদেশের হতদরিদ্র বিশেষ করে উত্তরবঙ্গসহ অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গোশত বিতরণ করা হবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে।

আপনার একটি কুরবানী অথবা কুরবানীর অংশ অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

প্যাকেজসমূহ: বেশ কয়েকটি প্যাকেজের আওতায় কোরবানি

✅ ১টি মাঝারি আকারের গরু: ৬৩ হাজার টাকা। (প্রসেসিং কস্টসহ)
✅ ১টি মাঝারি আকারের ছাগল ১০ হাজার টাকা। (প্রসেসিং কস্টসহ)
✅ গরুর এক সপ্তমাংশ ৯ হাজার টাকা। (প্রসেসিং কস্টসহ)

✳️ অংশগ্রহণের জন্য শর্ত:
আস-সুন্নাহ ফাউন্ডেশনের কুরবানীর প্রজেক্টে অংশগ্রহণের শর্ত হচ্ছে, সম্পূর্ণ হালাল উপার্জন থেকে কুরবানীর টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না।

আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিটা কুরবানীর জন্য আলাদা আলাদা প্রোফাইল পরিচালনা করবে যাতে কার কুরবানী কোথায় কখন হচ্ছে তা তিনি বা তাঁর প্রতিনিধি জানতে পারবেন। যা এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা করবেমতাদের নাম ও মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস যাবে। আর যারা ম্যানুয়াল পদ্ধতিতে টাকা জমা করবেন, তারা জমা দেওয়ার পর নাম, পিতার নাম ও টাকার অংক লিখে এই নম্বরে (01756400541) এসএমএস করতে হবে।

উল্লেখ্য, গত বছর ৪০টি জেলায় ৫৫টি গরু এবং ১৭৬টি ছাগল কুরবানী করে ৫২৬৪টি পরিবারের মধ্যে বন্টন করা হয়েছে।

✳️ কুরবানী সরাসরি বুকিং দিতে:

ক্লিক করুন নিচের লিংকে-
https://assunnahfoundation.org/donate/qurbani
অথবা নিন্মোক্ত হিসাব নম্বর অনুসরণ করে সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন—
ব্যাংক একাউন্ট:
ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT NO. 20502920202959613
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ

বিকাশ:
01756400541 (পারসোনাল)
01408304050 (মার্চেন্ট) (পারসোনাল বিকাশ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে)
01756400541 (নগদ পারসোনাল)
017564005413 (রকেট পারসোনাল)

অংশগ্রহণের শেষ তারিখ: ১৮ জুলাই ২০২১ বাংলাদেশ সময় রাত ১২টা।

এছাড়া যেকোনো প্রয়োজনে যোগাযোগের নম্বর 01756400541

মন্তব্য করুন

Your email address will not be published.