ADs BB
ADs BB

সেমিফাইনালে ব্রাজিল

0 ১,১৬৭

কোপা অ্যামেরিকার শক্তিশালি দল চিলির বিরুদ্ধে ১০ জন নিয়ে খেলেও দুর্দান্ত জয় পেল ফুটবলের কিংবদন্তী দল ব্রাজিল। রিও ডি জেনিরো শহরে শনিবার চিলির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে দলটি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল। অবশ্য ম্যাচের শুরুর দিকে লাল কার্ড পেয়ে একজনকে মাঠের বাহিরে যেতে হয়। যদিও ১০ জনেই দুর্দান্ত খেলেছে। তবে, খেলার প্রথমার্ধের ফলাফল ছিল শূন্য। কোনো দলই গোলের মুখ দেখেনি।

বিরতির পর খেলার দ্বিতীয়ার্দের ৪৬ মিনিটে সুপার সাব লুকাস পাকুয়েতা তার পায়ের কারুকার্যে একটি গোল উপহার পায় স্বাগতিক দল ব্রাজিল। আবশ্য, তার ঠিক ২ মিনিট পরেই মাঠ ছাড়তে হয় গ্যাব্রিয়েল জেসাসকে। সরাসরি লাল কার্ড পায় এই ফরোয়ার্ড। দশ জনের দল নিয়েই শেষ পর্যন্ত জিতে যায়।

অবশ্য, খেলার শেষের দিকটায় দানবিক ত্রাস চালায় ২০১৫ ও ২০১৬ সালের জয়ী চিলি। ঠিকমত কাবু করতে না পারায় সেমিফাইনালের যাওয়ার টিকিট হাতছাড়া করে দলটি।

অপরদিকে, ১-০ গোলে জয় সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হওয়ায় প্রতিপক্ষ হিসেবে পেরুকে। ফাইনালে খেলবে ব্রাজিল সেই শুভকামনায় ব্রাজিলের সমর্থকরা।

মন্তব্য করুন

Your email address will not be published.