ADs BB
ADs BB

হাসতে মানা

৮১৯

স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। নাস্তা হিসেবে শুধু চা দিয়ে গেছে। অন্য কিছু খাইতে চাইলে বিস্কুট ও নুডলস আছে।

চা স্টুডেন্টর বাপ বানায়ে দিয়ে গেছে। চায়ের সাথে বিস্কুট খাইতে চাইলে, নিজে গিয়ে কিচেন থেকে এনে খাইতে হবে।

আর নুডলস খাইতে চাইলে,কিচেনে গিয়ে রান্না করে এনে খাইতে হবে এবং স্টুডেন্টের বাপরে ও স্টুডেন্টরে খাওয়াতে হবে।

যদি নিজে গিয়ে কিচেন থেকে বিস্কুট নিয়ে আসি , তাহলে সব বিস্কুট স্টুডেন্ট নিজেই খেয়ে নিবে।

এতো কিছুর পর মাস শেষে, স্টুডেন্ট এর বাপ কোনো বেতনও দিবে না।

ও হ্যাঁ! কারণ আমি স্টুডেন্টের বাপের বিয়ে করা বউ।আর স্টুডেন্ট আমার ছেলে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.