ADs BB
ADs BB

About Us

আমরা অনেকেই সঠিক সময়ে সঠিক কাজ করি না কিংবা জানি না কোন অবস্থার প্রেক্ষিতে কোন কাজটি সঠিক হবে। ফলশ্রুতিতে, আমরা ব্যর্থ হই লক্ষ্যে পৌঁছাতে। এর পাশাপাশি, আমরা কিছু সমাজিক ও ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কারে অভ্যস্ত হয়ে গেছি। তাই পারিবারিক ও সামাজিক মূল্যবোধগুলোকে গুরুত্ব দিয়ে সঠিক ও স্বাভাবিক জীবনযাপনে চালচলন, আচার-আচরন, কথাবার্তা, পোষাক পরিচ্ছদ, চাকরি বা পেশাগত উন্নয়ন, সাজগোজ, পড়াশোনা, বিয়ে, সম্পর্ক, স্বাস্থ্য, ফ্যাশন, রূপচর্চা, বিনোদন, গৃহসজ্জা, ভ্রমণ, প্রযুক্তি, রান্নাবান্না, খাবার, রেসিপি, সমসাময়িক প্রযুক্তি ও পাঁচমিশালি টিপস নিয়ে একটি পূর্ণাঙ্গ অনলাইন লাইফস্টাইল ম্যাগাজিন ও ব্লগ পোর্টাল।

বাংলা ভাষাভাষী বাঙ্গালি (বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে) পাঠকদের জন্য একটি পূর্ণাঙ্গ এবং প্রথম বাংলা লাইফস্টাইল ব্লগ শেলী ডটকম ডট বিডি যেখানে একদল উদ্যোমী ও আত্মবিশ্বাসী লাইফস্টাইল উদ্যোক্তা আমাদের পাঠকদের জন্য লাইফস্টাইল ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ পরামর্শগুলো (বিভিন্ন আন্তর্জাতিক লাইফস্টাইল সাইট ও ম্যাগাজিন হতে) নিয়মিত প্রকাশ করে থাকে।

পাশাপাশি, পাঠকগণ কর্তৃক তাদের জীবন যাপন পদ্ধতির বিভিন্ন ঘটনা ও বিষয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতাও প্রকাশ করা হয়ে থাকে। এবিষয়ে, আগ্রহী পাঠকদের পরামর্শ ও মতামত আমাদের যোগাযোগ পেজটি ব্যবহার করে অথবা সরাসরি ইমেইল (info@shoily.com.b) মারফত পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এছাড়া, আমাদের সম্পর্কে কিংবা সাইট ব্যবহারের নীতিমালা সম্পর্কে জানতে প্রাইভেসি পলিসি ও শর্তাবলী পড়ার অনুরোধ রইলো। এছাড়া, আমাদের সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অথবা পণ্য, সেবা কিংবা ব্যবসার প্রসারে শৈলী স্পন্সর আর্টিকেল প্রকাশ করতে পারেন।